গ্রিসে সম্মাননা পেল জাবি শিক্ষার্থীদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য হেইজ’
গ্রিসের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মাননা জিতেছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য হেইজ’ (The Haze)। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘বাংলা থিয়েটার’-এর প্রযোজনায় নির্মিত এই নিরীক্ষাধর্মী ছবিটি ‘এথেন্স ইন্টারন্যাশনাল মান্থলি আর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’-এ সেরা অরিজিনাল স্কোর ও সাউন্ডট্র্যাক বিভাগে ‘অনারেবল মেনশন’ অর্জন করেছে।
এর আগে ‘বাংলা থিয়েটার’ ও ‘কাব্যিক স্কুল অব আর্টস’-এর যৌথ প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রটি গ্রিস ছাড়াও ভারতের ‘৬ষ্ঠ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল স্টার ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডস’ এবং কলকাতার ‘আমাদের ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’-এ অফিসিয়াল সিলেকশন পেয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী নাসির খন্দকারের নির্মাণ ও সম্পাদনায় ১৬ মিনিটের এই চলচ্চিত্রটি সংলাপবিহীন। মনস্তাত্ত্বিক ঘরানার এই গল্পে আবহ সংগীতই (ব্যাকগ্রাউন্ড মিউজিক) হয়ে উঠেছে ভাষা। চলচ্চিত্রে চরিত্রের মানসিক ভাঙন, আবেগ, উত্তেজনা ও সময়ের প্রবাহ শব্দের বুননে ফুটিয়ে তুলেছেন অনিরুদ্ধ হৃদয়।
এ প্রসঙ্গে অনিরুদ্ধ বলেন, ‘এই স্বীকৃতি আমার জন্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের ফিল্ম কম্পোজিশনের আন্তর্জাতিক উপস্থিতির একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। দ্য হেইজ-এর মাধ্যমে আমি সংগীতকে সংলাপের বিকল্প নয়, বরং গল্প বলার প্রধান ভাষা হিসেবে ব্যবহারের সুযোগ পেয়েছি।’
চলচ্চিত্রটির মূল ভাবনা সজল দাসের এবং শিল্প নির্দেশনায় ছিলেন জেমিমা জেরিন রাইমা। চিত্রগ্রহণ করেছেন নাবিল মোস্তফা। এতে অভিনয় করেছেন গোলাম ফারুক জয়, উর্মি চক্রবর্তী, চান মিয়া এবং বাংলা বিভাগের অধ্যাপক তারেক রেজাসহ আরও অনেকে।
‘দ্য হেইজ’-এর সাফল্যে সজল দাস বলেন, ‘বন্ধুদের সঙ্গে আড্ডার সময় হঠাৎ করে জন্ম নেওয়ায় একটি আইডিয়ার এই ধরনের সাফল্য আমার কপ্লনাতীত ছিল। এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি ‘দ্য হেইজ’-এর পরিচালক নাসির খন্দকারের প্রতি। ‘দ্য হেইজ’-এর এই সাফল্য শুধু বাংলা থিয়েটারের কর্মীদের জন্য নয়, সমগ্র জাহাঙ্গীরনগরের জন্য গর্বের। এই সাফল্যে বাংলা থিয়েটারের একজন কর্মী আমি হিসেবে অত্যন্ত আনন্দিত ও গর্বিত। বাংলা থিয়েটারের শিল্পের এই যাত্রা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছি।’
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির পরিচালক নাসির খন্দকার বলেন, ‘দৃশ্যে গাঁথি শিল্পের সুর, মুক্ত করি প্রাণ—এই শ্লোগানকে ধারণ করেই বাংলা থিয়েটারের পথচলা। যাদের অনুপ্রেরণায় আমাদের আজকের এই অর্জন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা।’
‘শিল্প, সাহিত্য ও সৃজনশীলতা’—এই মূলমন্ত্র নিয়ে ২০২২ সালের পহেলা বৈশাখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একদল তরুণ শিক্ষার্থীদের উদ্যোগে যাত্রা শুরু করে ‘বাংলা থিয়েটার’। মঞ্চনাটকের পাশাপাশি ভিজুয়াল মিডিয়াতেও তারা সমান সক্রিয়। তাদের প্রযোজিত অপর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সাজ্জাদুল শুভ নির্দেশিত ‘হাফ টু ইনফিনিটি’ ইতালির ভিশন ফিল্ম ফেস্টিভালসহ ভারতের দুটি উৎসবে নির্বাচিত হয়েছে।