দুই বছর মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত পর্যালোচনা করছে বাংলাদেশ ব্যাংক
একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীদের ২০২৪ ও ২০২৫ সালে আমানতের স্থিতির ওপর মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তবে আমানতকারীদের প্রতিবাদের মুখে এ সিদ্ধান্ত পরিবর্তন হতে যাচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র স্টার নিউজকে জানিয়েছে, মুনাফা না দেওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংক আগের সিদ্ধান্ত পর্যালোচনা করছে।
আর একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া স্টার নিউজকে জানান, বিষয়টি পর্যালোচনা চলছে। আগামীকাল বাংলাদেশ ব্যাংকে এ সংক্রান্ত একটি বৈঠক রয়েছে।
উল্লেখ্য, একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২০২৪ ও ২০২৫ সালের তাদের স্থিতির ওপর কোনো মুনাফা পাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ব্যাংক। আন্তর্জাতিক রীতি মেনে আমানতকারীদের দুই বছরের মুনাফা ‘হেয়ারকাট’ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে আমানতকারীদের আমানতের একটি অংশ কেটে রাখা বা হেয়ারকাট কার্যকর করা হবে বলে জানানো হয়। বিশ্বজুড়ে ব্যাংক একীভূত প্রক্রিয়ায় হেয়ারকাট-প্রক্রিয়া অনুসরণ করা হয়। বাংলাদেশও একই পথ বেছে নেওয়া হয়েছিল।
তবে আমানতকারীদের প্রতিবাদের মুখে এ সিদ্ধান্ত পরিবর্তন হতে যাচ্ছে।
যে পাঁচ ব্যাংক একীভূত হচ্ছে, সেগুলো হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। এই পাঁচ ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে নতুন ব্যাংক গঠন করা হচ্ছে।