Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

শিল্পাঞ্চলে গ্যাস সংকট, বিকেলের মধ্যে উন্নতির আশা: জ্বালানি উপদেষ্টা

শিল্প কারখানায় গ্যাস সংকটের সত্যতা মিলেছে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। শনিবার সকালে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় টাওয়েল টেক্স লিমিটেড কারখানা পরিদর্শনে গিয়ে তিনি বলেন, “গাজীপুরে অনেক অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। এসব সংযোগে তিতাস গ্যাসের কিছু কর্মকর্তার জড়িত থাকার প্রমাণ মিলেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “আমি সরেজমিনে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ দেখতে এসেছি। এর আগে সাভারেও পরিদর্শন করেছি। আগে শিল্প মালিকরা গ্যাস পাচ্ছেন না এমন অভিযোগের সত্যতা মেলেনি, তবে এবার সরাসরি দেখে সংকটের প্রমাণ পেয়েছি।”

সংকট সমাধানে সরকার ইতোমধ্যে একটি এলপিজি কার্গো এনেছে জানিয়ে উপদেষ্টা বলেন, “আবহাওয়ার কারণে তা এখনো ড্রপ করা যায়নি। তবে আজ বিকেলের মধ্যে ড্রপিং সম্ভব হলে গ্যাস সরবরাহে উন্নতি হবে।”

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জ্বালানি সচিব সাইফুল ইসলাম, তিতাস গ্যাসের এমডি প্রকৌশলী পারভেজ আহমেদ, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল এসএম জিয়াউল আজিম এবং টাওয়েল টেক্স লিমিটেডের পরিচালক এম শাহাদত হোসেন সোহেল।

সম্পর্কিত খবর :