সরকারের একার পক্ষে মূল্যস্ফীতি কমানো সম্ভব না: অর্থ উপদেষ্টা
ব্যবসায়ীদের সহায়তা ছাড়া, সরকারের একার পক্ষে মূল্যস্ফীতি কমানো সম্ভব না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
শনিবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্যাংকিং অ্যালমানাক গ্রন্থের ৭ম সংস্করণ প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এসময় অর্থ উপদেষ্টা বলেন, দেশের ব্যাংকিং খাত এখন অনেকটা স্থিতিশীলার দিকে যাচ্ছে। তবে ব্যবসায়ীসহ বিভিন্ন মহলের দাবি থাকলেও, ব্যাংক ঋণের সুদের হার এখনই কমানো সহজ নয় বলেও জানান তিনি।