Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

পয়েন্ট টেবিলের তলানীতে থেকে সবার আগে বিদায় নোয়াখালীর

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলা নোয়াখালী এক্সপ্রেসের শুরুটা ভালো হলো না। তাদের স্বপ্ন ধূলিস্বাৎ করে দিল চট্টগ্রাম রয়্যালস। ফলে গ্রুপ পর্বের এক ম্যাচ বাকি থাকতেই পয়েন্ট টেবিলের তলানীতে থেকে বিদায় নিতে হলো দলটিকে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিনভর নানা ঘটনায় মাঠে গড়ায়নি বিপিএলের ম্যাচ। তবে আজ (শুক্রবার) নির্ধারিত সূচি অনুযায়ী মাঠে গড়িয়েছিল চট্টগ্রাম-নোয়াখালী ম্যাচ।

শুরুতে ব্যাট হাতে নোয়াখালী মাত্র ১২৯ রান করতে সক্ষম হয়। জবাবে চট্টগ্রাম ব্যাট করতে নেমে লক্ষ্যে পৌঁছে যায় ১৮ বল আর ৫ উইকেট হাতে রেখেই। আর এতে আনুষ্ঠানিকভাবে বিপিএলের লিগ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে নোয়াখালী এক্সপ্রেসের।

চট্টগ্রামের শুরুটা ভালো ছিল না। মাত্র ২৯ রানে ৪ উইকেট হারিয়ে তারা বিপর্যয়ে পড়েছিল। সেখান থেকে চট্টগ্রামকে জয় পর্যন্ত টেনে নিয়েছে অধিনায়ক শেখ মেহেদী ব্যাট। তাকে সঙ্গ দিয়েছেন প্রথমে হাসান নেওয়াজ, এরপর আসিফ আলী।

মেহেদী–নেওয়াজের পঞ্চম উইকেট জুটিতে উঠেছিল ৩১ বলে ৪০ রান, এরপর মেহেদী–আসিফের অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটিতে ৪৫ বলে ৫৯ রান। ছক্কায় জয়ের মুহূর্ত এনে দেওয়া মেহেদী মাঠ ছেড়েছেন ৩৬ বলে ৪৯ রানে। আসিফ অপরাজিত থেকেছেন ৩০ বলে ৩৬ রানে।

এর আগে, ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নোয়াখালীর শুরুটা ভালোই হয়েছিল। ৩.১ ওভারে ৩৪ রান তুলে বিদায় নেন ওপেনার সৌম্য সরকার (১৪)। তারপর মাত্র তিন ব্যাটার বিশের ঘর পার করতে পেরেছেন। ৯২ রানের ব্যবধানে ১০ উইকেট হারায় নোয়াখালী। জাকের আলী ২৩ ও সাব্বির হোসেন ২২ রান করেন।

চট্টগ্রামের হয়ে এদিন দুর্দান্ত বল করে আলাদাভাবে আলো ছড়িয়েছেন শরিফুল ইসলাম। মাত্র ৯ রান দিয়ে প্রতিপক্ষের ৫ উইকেট তুলে নিয়েছেন তিনি। এ ছাড়া ৩ উইকেট তোলেন শেখ মেহেদী হাসান। ১ উইকেট শিকার করেন আমের জামাল।

সম্পর্কিত খবর :