হাসপাতালে সৌদি বাদশাহ সালমান
স্বাস্থ্য পরিক্ষা করাতে রিয়াদের একটি হাসপাতালে গেছেন ৯০ বছর বয়সী সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
তিনি বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের বাদশাহ এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র। এর আগে ২০২৪ সালে ফুসফুসে প্রদাহজনিত সমস্যার কারণে তাকে চিকিৎসা নিতে হয়েছিল।