১৮ কম্বোডিয়ান সৈন্যকে মুক্তি দিলো থাইল্যান্ড
চলমান যুদ্ধ বিরতির আওতায় ১৮ কম্বোডিয়ান সৈন্যকে মুক্তি দিয়েছে থাইল্যান্ড। গেল বছরের জুলাই মাস থেকে থাই কর্তৃপক্ষের কাছে আটক ছিলেনতারা। এর আগে, গেল শনিবার সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের ইতি টেনে যুদ্ধ বিরতিতে সম্মত হয় দুই দেশ।
সেনাদের মুক্তির ব্যাপারে নিশ্চিত করেছে উভয় দেশ।বুধবার, থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৈন্যদের মুক্তি 'সদিচ্ছার প্রকাশ'। কম্বোডিয়া সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে এই সদিচ্ছার প্রতিদান দেবে বলেও আশাবাদ প্রকাশ করে দেশটি।
থাই পররাষ্ট্র মন্ত্রণালযয়ের দাবি, আটক থাকাকালীন সৈন্যদের সঙ্গে "আন্তর্জাতিক মানবিক আইন এবং নীতি অনুসরণ করা হয়েছে।
এদিকে, সৈন্যদের ফেরত পাওয়ার বিষয়টি নিশিত করে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়য় জানায়, থাইল্যান্ডের এই পদক্ষেপ দুই দেশের মধ্যে আস্থা ফেরাতে সহায়তা করবে।
চলতি মাসে নতুন করে উত্তেজনা সৃষ্টির পর প্রাণ হারান প্রায় ডজন খানেক মানুষ। দুই দেশ যুদ্ধ বিরতিতে সম্মত হওয়ার পর উন্নতি ঘটেছে সেখানকার পরিস্থিতির।
উল্লেখ্য, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকার সীমানা নির্ধারণ নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। ঔপনিবেশিক আমলের এই সীমানা বিরোধের জেরে দুই দেশই প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষসহ ওই অঞ্চলের মালিকানা দাবি করে আসছে।