Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

ভেনেজুয়েলার তেল বিক্রি অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে

ভেনেজুয়েলার অপরিশোধিত জ্বালানি তেল | ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার অপরিশোধিত জ্বালানি তেল অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বাজারজাত করার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।

স্থানীয় সময় বুধবার মার্কিন জ্বালানিবিষয়ক মন্ত্রী ক্রিস রাইট জানান, প্রথমে মজুত থাকা তেল এবং পরে ভেনেজুয়েলার উৎপাদিত সব তেলই যুক্তরাষ্ট্র বিশ্ববাজারে বিক্রি করবে।

এর একদিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন,ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতৃত্ব ৩ থেকে ৫ কোটি ব্যারেল তেল যুক্তরাষ্ট্রের মাধ্যমে বিক্রিতে সম্মত হয়েছে।

এদিকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, ‘ভেনেজুয়েলা এমন জ্বালানি সহযোগিতার জন্য পুরোপুরি প্রস্তুত, যেখানে সবাই লাভবান হবে। যেখানে অর্থনৈতিক অংশীদারত্ব স্পষ্টভাবে বাণিজ্যিক চুক্তির মাধ্যমেই ঠিক হবে।

তিনি আরও বলেন, ‘ভেনেজুয়েলা বিশ্বের অন্যতম বড় তেল ও গ্যাস ক্ষেত্র। এগুলো আগে আমাদের দেশের উন্নয়নে কাজে লাগবে। পাশাপাশি অন্য দেশগুলোর উন্নয়নেও ভূমিকা রাখবে। আমরা এমন সম্পর্ক চাই, যেখানে পারস্পরিক সম্মান থাকবে এবং আন্তর্জাতিক আইন পুরোপুরি মানা হবে।’

সম্পর্কিত খবর :