Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

নববর্ষে সুইজারল্যান্ডে বারে বিস্ফোরণ, নিহত ৪০

সংগৃহীত
হঠাৎ বিস্ফোরণ। আতঙ্কিত মানুষের ছোটাছুটি। আকুতিটা বাঁচার। একটু আগেও যাদের সঙ্গে সময়টা কাটছিল খুব আনন্দে।

যারা বাইরে ছিলেন,তারা নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করলেও মূলত ভেতরে আটকা পড়াদেরই নিভে যায় জীবন প্রদীপ।

এরপর একে একে ছুটে আসে অ্যাম্বুলেন্স। উদ্ধার অভিযোনে যোগ দেয় হেলিকপ্টারও।

পুলিশ জানিয়েছে, খ্রিষ্টীয় নববর্ষ ঘিরে সুইজারল্যান্ডের দক্ষিণ-পশ্চিমের ক্র্যানস-মন্টানার অভিজাত স্কি রিসোর্ট বারে জড়ো হয়েছিলেন অনেকে। আর সেখানেই ঘটে বিস্ফোরণ। প্রাণ যায় অন্তত ৪০ জনে। আহত ১০০ জনের অনেকের অবস্থাই গুরুতর। নিহতদের মধ্যে অন্যা দেশের নাগরিকও রয়েছে।

তবে কীভাবে বিস্ফোরণ ঘটলো, তা এখনও স্পষ্ট নয়। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এটি দুর্ঘটনা বলে মনে হচ্ছে তাদের। চলছে তদন্ত।

স্থানীয় প্রসিকিউটর বিট্রিস পিলাউড সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এটি কোনো সন্ত্রাসী আক্রমণ বলে মনে করছেন না তারা। সাধারণ আগুন বলেই বিবেচনা করা হচ্ছে।

এদিকে, ইতালির তাদের একটি বার্ন হাসপাতাল খুলে দিয়েছে আহতদের চিকিৎসায়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি, ইতালির স্কাই টিজি২৪ চ্যানেলকে বলেছেন, নববর্ষ উদযাপনের সময় ছোড়া আতশবাজির কারণে এমন দুর্ঘটনা ঘটেছে।

সম্পর্কিত খবর :