Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

বছরের শেষ দিনে ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান

প্রতীকী

বছরের শেষ দিনে ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। গতকাল বুধবার দেশটির পূর্বাঞ্চলের নোডা উপকূলে এই ভূমিকম্প আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস অব জিওলজিকাল সার্ভে (ইউএসজিএস)জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মাটির ১৯ কি্লোমিটার গভীরে। তবে সমুদ্র উপকূ্লে ভূকম্পনটি আঘাত হানলেও সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে জাপানের আবহাওয়া অধিদফতর।

এর আগে, গত বছরের ৮ ডিসেম্বরে ৭ দশমিক ৫ মাত্রার ভুমিকম্প আঘাত হানে জাপানের হনশু প্রদেশে। এতে প্রায় ৩০ জন মানুষ আহত হয় এবং ৯০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেয়া হয় নিরাপদ স্থানে। সেসময় দেশটির আবহাওয়া অধিদফতর সুনামির সতর্কবার্তাও জারি করে।

ভৌগলিকভাবে প্রশান্ত মহাসাগর অঞ্চলের প্যাসিফিক বেসিনের ‘আগ্নেয় মেখলা’ (রিং অব ফায়ার)-এর ওপর অবস্থান হওয়ার কারণে জাপান বিশ্বের সবচেয়ে বড় ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটিতে প্রতি পাঁচ মিনিটে একবার ভূমিকম্প হয়। ইউএসজিএসের হিসেব অনুযায়ী, প্রতি বছর বিশ্বে যত ভূমিকম্প হয়— তার ২০ শতাংশই হয় জাপানে।


সম্পর্কিত খবর :