Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

শান্তি চুক্তি হলে ইউক্রেনে সামরিক ঘাঁটি স্থাপন করবে যুক্তরাজ্য ও ফ্রান্স

প্যারিসে ইউক্রেনের মিত্র দেশগুলোর সঙ্গে বৈঠকের পর | ছবি: সংগৃহীত

ইউক্রেনে রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি হলে সেখানে সেনা মোতায়েনের বিষয়ে একটি ঘোষণাপত্রে সই করেছে যুক্তরাজ্য ও ফ্রান্স। এ তথ্য জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

এরই মধ্যে দিয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার প্রতিশ্রুতি দিয়েছেন যে, ইউক্রেনের প্রতিরক্ষা ও পুনর্গঠনে সহায়তা করতে বহুজাতিক বাহিনী মোতায়েন করবে তারা জন্যই এই ঘোষণাপত্র ‘ডিক্লারেশন অব ইনটেন্টে’ সই করেছেন তারা।

বিবিসি সূত্রে খবর, প্যারিসে ইউক্রেনের মিত্র দেশগুলোর সঙ্গে বৈঠকের পর কিয়ার স্টারমারবলেন,ভবিষ্যতে যেন আবার হামলা না হয়, সে জন্য যুক্তরাজ্য ও ফ্রান্স ইউক্রেনজুড়ে সামরিক ঘাঁটি স্থাপন করবে।

পরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানান, প্রয়োজনে সেখানে হাজার হাজার সেনা মোতায়েন করা হতে পারে।

বৈঠকে অংশ নেওয়া দেশগুলো ইউক্রেনের জন্য শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ে মোটামুটি একমত হয়েছে। প্রস্তাব দেওয়া হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর আছে কি না-তা যুক্তরাষ্ট্র তদারকি করবে।

তবে ইউক্রেনের কোন কোন এলাকা কার দখলে থাকবে-এই ভূখণ্ডসংক্রান্ত বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

যদিও দাবি করা হচ্ছে, রাশিয়ার সঙ্গে প্রায় চার বছর ধরে চলা সংঘাতের অবসানে ধারাবাহিক চেষ্টায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এদিকে রাশিয়া আগেই সতর্ক করে বলেছে, ইউক্রেনে কোনো বিদেশি সেনা মোতায়েন হলে তাদের ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে দেখা হবে।

সম্পর্কিত খবর :