Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনমার্কের কঠোর প্রতিক্রিয়া

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন | ছবি: সংগৃহীত

গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে ডেনমার্ক একটিসংকটপূর্ণ সময়ের মুখে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখলের হুমকি দেওয়ার পর তিনি এই মন্তব্য করেন

সোমবার ওয়াশিংটন ডিসিতে বৈশ্বিক গুরুত্বপূর্ণ কাঁচামাল নিয়ে বৈঠকের আগে ফ্রেডেরিকসেন বলেন,গ্রিনল্যান্ড নিয়ে একটি সংঘাত তৈরি হয়েছে।

ডেনমার্কের বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে আলোচনায় তিনি বলেন,এই সংকট শুধু গ্রিনল্যান্ড নয়, এর প্রভাব আরও বিস্তৃত।

ফেসবুকে দেওয়া এক পোস্টে ডেনিশ প্রধানমন্ত্রী জানান, ডেনমার্ক তাদের মূল্যবোধ রক্ষায় প্রস্তুত। তিনি বলেন,প্রয়োজন হলে আর্কটিক অঞ্চলসহ যেকোনো জায়গায় আমরা আমাদের মূল্যবোধ রক্ষা করব। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক আইন ও জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি ডেনমার্কের বিশ্বাসের কথা তুলে ধরেন।

এদিকে গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনমার্কের পাশে দাঁড়িয়েছে জার্মানি ও সুইডেন। সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন যুক্তরাষ্ট্রের ‘হুমকিমূলক বক্তব্যের’ সমালোচনা করেন।

ট্রাম্প সম্প্রতি জানান, গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র অবশ্যই কিছু করবে, সেটা অন্যরা পছন্দ করুক বা না করুক।

গ্রিনল্যান্ড বর্তমানে স্বায়ত্তশাসিত হলেও এটি ডেনমার্কের অধিভুক্ত একটি অঞ্চল।

সম্পর্কিত খবর :