Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

নিউইয়র্কে প্রায় চার বছরে সর্বোচ্চ তুষারপাত, জরুরি অবস্থা ঘোষণা

সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর–পূর্বাঞ্চলে শক্তিশালী শীতকালীন ঝড়ের প্রভাবে নিউইয়র্কে নেমেছে প্রায় চার বছরের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাত। স্থানীয় সময় শনিবার ভোরে ঘুম ভাঙতেই সাদা বরফে ঢেকে যেতে দেখা যায় শহর ও আশপাশের এলাকা।

নিউইয়র্ক সিটির সেন্ট্রাল পার্ক এলাকায় তুষারপাতের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১১ সেন্টিমিটার, যা ২০২২ সালের জানুয়ারির পর সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, অঙ্গরাজ্যের অন্য অংশগুলোতে কোথাও কোথাও ১৯ সেন্টিমিটার পর্যন্ত তুষার জমেছে।

ঝড় আঘাত হানার আগেই নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোকাল রাজ্যের অর্ধেকেরও বেশি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। প্রশাসন জনগণকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।

তীব্র তুষারপাতের প্রভাবে শনিবার নিউইয়র্ক এলাকায় সবচেয়ে বেশি প্রভাব পড়ে আকাশযান চলাচলে।
তুষারঝড় ও বৈরি আবহাওয়ার কারণে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের ১ হাজার ৬০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। বিলম্বিত হয়েছে আরও ৭ হাজার ৪০০টিরও বেশি ফ্লাইট। এমন পরিস্থিতিতে বিমানবন্দরগুলোয় চরম ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা।

আবহাওয়া বিভাগ সতর্ক করে জানিয়েছে, আগামী কিছু সময় তীব্র শীত ও বরফাচ্ছন্ন রাস্তার কারণে জনজীবনে ভোগান্তি অব্যাহত থাকতে পারে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটওয়্যারের তথ্য বলছে, ঝড়ের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিউইয়র্ক এলাকার জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর, নিউইয়র্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দর ও লাগার্ডিয়া বিমানবন্দর। এছাড়া বোস্টন, শিকাগো ও কানাডার টরন্টোর বিমান চলাচলেও তুষারঝড়ের প্রভাব পড়েছে।

সম্পর্কিত খবর :