Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

যুক্তরাষ্ট্রে প্রবেশে আরও পাঁচ দেশের মানুষকে নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে প্রবেশে আরও পাঁচ দেশের মানুষের জন্য নিষেধাজ্ঞার খড়গ নামলো। হোয়াইট হাউস মঙ্গলবার অভিবাসন বিরোধী কঠোর ব্যবস্থা জোরদার করার সঙ্গে সঙ্গে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে।

সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী, এই পাঁচ দেশ ও একটি ভূখণ্ডের মধ্যে রয়েছে ফিলিস্তিন, বুরকিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান ও সিরিয়া। সেইসঙ্গে আংশিক থেকে পুরো নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সিয়েরা লিওন এবং লাওসে। আংশিক নিষেধাজ্ঞার আওতায় এসেছে আরও ১৫টি দেশ।

ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সৈন্যের উপর গুলি চালানোর প্রতিক্রিয়ায় ট্রাম্প তৃতীয় বিশ্বের সকল দেশ থেকে অভিবাসনের উপর স্থায়ী স্থগিতাদেশ ঘোষণা করার কয়েক সপ্তাহ পরে এই সিদ্ধান্ত নেওয়া হলো।

হোয়াইট হাউজ জানিয়েছে, এই তালিকায় থাকা দেশ ও অঞ্চলের মানুষের ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণে পুরোপুরি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এর আগে গত জুনে বেশ কয়েকটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় ট্রাম্প প্রশাসন। দেশগুলো হলো - ইরান, আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, হাইতি, লিবিয়া, ভেনেজুয়েলা, সোমালিয়া, সুদান ও ইয়েমেন। এখন ৩৯টি দেশ যুক্তরাষ্ট্রের পূর্ণ এবং আংশিক নিষেধাজ্ঞার আওতায় আছে।

পরে গত ৪ ডিসেম্বর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এই তালিকায় থাকা দেশের সংখ্যা অন্তত ৩২টিতে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে বাকি ১৩টি দেশের নাম উল্লেখ করেননি তিনি।

সম্পর্কিত খবর :