ভেনেজুয়েলা উপকূলে আরও এক তেলবাহী জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র
ভেনেজুয়েলা থেকে সম্প্রতি রওনা হওয়া একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। চলতি মাসে ভেনেজুয়েলার উপকূলে এটি দ্বিতীয়বারের মতো তেলবাহী জাহাজ জব্দের ঘটনা।
মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এ তথ্য জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপের আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ভেনেজুয়েলায় প্রবেশ ও সেখান থেকে বের হওয়া নিষেধাজ্ঞার আওতাভুক্ত তেল ট্যাংকারগুলোর ওপর ‘অবরোধ’ আরোপের নির্দেশ দেওয়া হয়েছে। তার ঘোষণার পরপরই এই জব্দের ঘটনা ঘটে।
এদিকে সর্বশেষ ট্যাংকার জব্দের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভেনেজুয়েলা। দেশটির সরকার এক বিবৃতিতে এই ঘটনাকে “চুরি ও অপহরণ” বলে আখ্যা দিয়েছে।
ভেনেজুয়েলার অভিযোগ, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই তাদের তেলসহ প্রাকৃতিক সম্পদ দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।