Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

মাদুরো ও তার স্ত্রীকে তুলে নেয় মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী | সংগৃহীত
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে মার্কিন হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে হামলার পর তাদের তুলে নিয়ে যায় মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স। এটি সন্ত্রাসবিরোধী একটি বিশেষ ইউনিট।

শনিবার (৩ জানুয়ারি) মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিবিএস নিউজ।

এদিকে, ভেনেজুয়েলায় হামলার বিষয়টি নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে জানান ট্রাম্প। সেখানে তিনি লেখেন, ‘যুক্তরাষ্ট্র, ভেনেজুয়েলায় সফলভাবে হামলা চালিয়েছে। এ সময় দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার স্ত্রীসহ আটক করে দেশ থেকে বের করে নিয়ে এসেছে।’

তিনি বলেন, ‘এই অভিযানটি মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যৌথভাবে পরিচালিত হয়েছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।’

সম্পর্কিত খবর :