Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

রাশিয়ার বিমানঘাটিতে ইউক্রেনের ড্রোন হামলা

ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলার শিকার হয়েছে রাশিয়ার সামরিক বিমানঘাটি। রোববার রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো এত বড় আকারে দূরপাল্লার ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, যার লক্ষ্য ছিল রাশিয়ার চারটি সামরিক বিমানঘাঁটি। কিয়েভ দাবি করেছে, স্পাইডার ওয়েব নামে পরিচিত এই অভিযানে ১১৭টি ড্রোন ব্যবহার করে তারা রাশিয়ার ৪০টি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত করেছে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ইউক্রেনের নিরাপত্তা সংস্থা (SBU) এই অভিযান পরিচালনা করে। তিনি বলেন, এতে রাশিয়ার কৌশলগত বোমারু বহরের ৩৪ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। SBU সূত্র বলেছে, এই অভিযান পরিকল্পনায় দেড় বছর সময় লেগেছে।

জেলেনস্কি আরও জানান, প্রতিটি ড্রোনের জন্য আলাদা চালক ছিল, এবং অভিযানের মূল পরিকল্পনা করা হয় রাশিয়ার নিরাপত্তা সংস্থা FSB-এর এক কার্যালয়ের পাশেই। অভিযান শেষে সমস্ত অংশগ্রহণকারীকে নিরাপদে রাশিয়া থেকে সরিয়ে নেওয়া হয় বলেও দাবি করেন তিনি।

ইউক্রেনের নিরাপত্তা সংস্থা বলছে, তারা FPV ড্রোনগুলো প্রথমে গোপনে রাশিয়ায় প্রবেশ করায়। নির্ধারিত সময়ে ড্রোনগুলো উৎক্ষেপণ করা হয়। হামলায় টু-৯৫ এবং টু-২২এম৩ ধরনের পরমাণু অস্ত্রবাহী বোমারু বিমান ও A-50 রাডার সতর্কীকরণ বিমান ক্ষতিগ্রস্ত হয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হামলার শিকার পাঁচটি অঞ্চলের মধ্যে মুরমানস্ক ও ইরকুতস্কে বেশ কয়েকটি বিমান আগুনে পুড়ে গেছে। তাদের দাবি, অন্য অঞ্চলে হামলা প্রতিহত করা হয়েছে এবং কেউ হতাহত হয়নি।

ইউক্রেনের নিরাপত্তা সংস্থার অনুমান, এই হামলায় রাশিয়ার ক্ষতির পরিমাণ প্রায় ৭ বিলিয়ন ডলার।

সম্পর্কিত খবর :