Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

রাশিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষায় ইউক্রেনকে ইইউর বিশাল সহায়তা

ছবি: সংগৃহীত

রাশিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষা ও অর্থনৈতিক চাহিদা মেটাতে ইউক্রেনকে ৯ হাজার কোটি ইউরো (৯০ বিলিয়ন ইউরো) সুদমুক্ত ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সহায়তাটি ২০২৬-২০২৭ সালের জন্য প্রযোজ্য হবে।

ইইউ নেতারা জানিয়েছেন, জব্দ করা রুশ সম্পদ ব্যবহার না করে পুঁজিবাজার থেকে ঋণ নিয়ে এই অর্থ সংগ্রহ করা হবে। ইইউ কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কস্তা এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।

শুক্রবার ভোরে ব্রাসেলসে দীর্ঘ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ইউরোপীয় কাউন্সিলের সভাপতি অ্যান্টোনিও কস্তা জানান, ‘আজ আমরা ইউক্রেনকে ৯০ বিলিয়ন ইউরো দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছি। জরুরি ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়নের বাজেটের ওপর নির্ভর করে এই ঋণ দেওয়া হবে।’

এর আগে জব্দ করা রুশ সম্পদের অর্থ সরাসরি ব্যবহার করে ইউক্রেনকে সহায়তার একটি নজিরবিহীন পরিকল্পনা নিয়ে ইইউর ভেতরে মতভেদ তৈরি হয়। বিশেষ করে বেলজিয়াম এই উদ্যোগের বিরোধিতা করে, কারণ জব্দ করা রুশ সম্পদের সিংহভাগ সেখানেই সংরক্ষিত। ফলে আপাতত সেই পথ কার্যকর নয় বলে সিদ্ধান্ত হয়। তবে ভবিষ্যতে জব্দ সম্পদের ভিত্তিতে তথাকথিত ‘ক্ষতিপূরণ ঋণ’ নিয়ে কাজ চালিয়ে যেতে ইউরোপীয় কমিশনকে ম্যান্ডেট দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর :