Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

ইরানে 'মৃত্যুদণ্ড স্থগিতের' খবর পেয়ে যা বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | সংগৃহীত

ইরানে নির্বিচারে বিক্ষোভকারীদের হত্যা করলে কড়া পদক্ষেপ নেবে ওয়াটাশিংটন। এমন হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরইমধ্যে তিনি জানালেন, আটক বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড 'স্থগিত' করেছে ইরান। বুধবার (১৪ জানুয়ারি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ডোনাল্ড ট্রম্পের দাবি, ইরানের একটি গুরুত্বপূর্ণ সূত্র তাকে জানিয়েছে, তেহরানের এখন মৃত্যুদণ্ড কার্যকরের কোনো পরিকল্পনা নেই।

মানবাধিকার সংস্থাগুলো বলছে, ইরানে বিক্ষোভে এখন পর্যন্ত ২৪০০ মানুষ প্রাণ হারিয়েছেন।

তবে ইরানে হামলার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি ট্রাম্প। তিনি বলেন, 'পরিস্থিতি যেদিকে মোড় নেয়, সে অনুযায়ী পদক্ষেপ নেবে ওয়াশিংটন'।

এর আগে, বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরানে বিক্ষোভকে কেন্দ্র করে যেকোনো সময় যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে দেশটিতে। এমন শঙ্কায় বিভিন্ন দেশের নাগরিকদের দেশ ছাড়তে নির্দেশনা দেয় দূতাবাসগুলো।

এরও আগে, কাতারে মার্কিন ঘাঁটি থেকে কিছু সৈন্যও সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। এছাড়া যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার শঙ্কায় ইরানের আকাশপথ পুরোপুরি বন্ধ করে দেয় খামেনি প্রশাসন।

সম্পর্কিত খবর :