Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তরে নেতৃত্ব দেওয়া হুমায়ুনের নতুন দল ‘জনতা উন্নয়ন পার্টি’

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে ভারতজুড়ে আলোচিত হুমায়ুন কবির নিজের রাজনৈতিক দলের নাম ঘোষণা করেছেন। তার নতুন দলের নাম ‘জনতা উন্নয়ন পার্টি’।

সোমবার (২২ ডিসেম্বর) মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গার খাগড়ু পাড়া মোড়ে এক জনসভা থেকে নতুন দলের নাম ঘোষণা করেন হুমায়ুন।

এ বিষয়ে তিনি জানান, রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ১৩৫টিতে প্রতিদ্বন্দ্বিতা করবে তার দল। নিজেই লড়াই করবেন রেজিনগর এবং বেলডাঙা- এ দুই আসনে।

হুমায়ুন কবীর বলেন, ‘নির্বাচনের তফশিল ঘোষণা হলেই আমরা পরবর্তী সময়ে ২৯৪ আসনে প্রার্থী ঘোষণা করে দেব। বর্তমানে বাংলার মসনদে যারা আছে তাদেরকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে এবং যারা (বিজেপি) ক্ষমতায় আসতে চাইছে, সেই বিজেপিকেও ১০০ আসনের মধ্যে আটকে রাখার উদ্দেশ্যে কতগুলো আসনে আমাদের দল লড়াই করবে সেটা সময় এলেই জানানো হবে।’

সম্প্রতি মুর্শিদাবাদের ভরতপুরের এই বিধায়কের দলীয় সদস্যপদ স্থগিত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস।


সম্পর্কিত খবর :