ভারতে চলন্ত ভ্যানে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, এরপর রাস্তায় নিক্ষেপ
ভারতে চলন্ত ভ্যানে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নারী। ২ ঘণ্টা ধরে পাশবিক নির্যাতনের পর তাকে ফেলে দেয়া হয় রাস্তায়।
সোমবার (২৯ ডিসেম্বর) রাতে দেশটির হরিয়ানা প্রদেশের ফরিদাবাদ জেলায় ঘটে এই ঘটনা। ধর্ষণের পর মঙ্গলবার ভোরে ভুক্তভোগীকে রাস্তায় ফেলে দেয়া হয়।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, সোমবার রাতে ২৮ বছর বয়সী ওই নারী কাজ শেষে বাড়ি ফিরতে গণপরিবহন খুঁজছিলেন। এমন সময় একটি চলতি ভ্যান তাকে এসে পৌঁছে দেবে বলে জানায়। এরপর ওই নারী ভ্যানে উঠলে টা চলে যায় গুড়গাওয়ের দিকে।
ওই নারীর অভিযোগ, আড়াই ঘণ্টা ধরে তার ওপর চালানো হয় নির্যাতন। এছাড়া এই ঘটনা কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেয়া হয়।
পুলিশ জানায়, ভুক্তভোগী নারীর শরীরে ও চেহারায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে তিনি এখন শঙ্কামুক্ত রয়েছেন।
এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত দুই যুবককে। এছাড়া জব্দ করা হয়েছে ধর্ষণে ব্যবহৃত ভ্যান।