ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি মার্কিন হেফাজতে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলায় চালানো এক বৃহৎ পরিসরে হামলার পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে মার্কিন হেফাজতে নেওয়া হয়েছে।
সামাজিকমাধ্যম ট্রুথে করা এক পোস্টে ট্রাম্প বলেছেন, ‘মাদুরো ও তার স্ত্রীকে আটকের পর ভেনেজুয়েলা থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে।’
তবে মাদুরোকে কীভাবে ধরা হয়েছে বা তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে যুক্তরাষ্ট্র মাদুরোকে গ্রেপ্তার করার বিষয়ে তথ্য দেওয়ার জন্য ৫ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছিল।
যদিও প্রেসিডেন্ট মাদুরোকে ধরার বিষয়টি ভেনেজুয়েলা সরকার তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি।
এদিকে দেশটির রাজধানী কারাকাস-সহ কয়েকটি এলাকায় শক্তিশালী বোমাবর্ষণ করেছে যুক্তরাষ্ট্র। এই অভিযানের নির্দেশ দিয়েছেন স্বয়ং ট্রাম্প।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে।পরে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে কারাকাসজুড়ে বেশ কিছু বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যদিও রয়টার্স ভিডিওগুলোর সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি।
তবে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো দাবি করেছেন, ভেনেজুয়েলা আক্রান্ত।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্ট তিনি লেখেন, ‘এই মুহূর্তে তারা (যুক্তরাষ্ট্র) কারাকাসে বোমা হামলা চালাচ্ছে। ক্ষেপণাস্ত্র দিয়ে বোমা হামলা চালাচ্ছে। অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস (ওএএস) এবং জাতিসংঘকে অবিলম্বে বৈঠক করতে হবে।’