টেকনাফে পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে তরুণী নিহত
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকায় পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে এক তরুণী নিহত হয়েছেন। নিহত তরুণী টেকনাফ বাহার ছড়া ইউনিয়নের মো. ছিদ্দিক আহমদের মেয়ে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে বাহারছড়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের বাবা মোহাম্মদ ছিদ্দিক আহমদ বলেন, ‘সন্ধ্যায় টেকনাফ নোয়াখালী পাড়া পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের মধ্যে প্রায় এক ঘণ্টা গোলাগুলির ঘটনা ঘটে। গুলির আওয়াজ শুনে পরিবারের সদস্যরা ঘর থেকে বের হয়ে পরিস্থিতি দেখার চেষ্টা করলে হঠাৎ একটি গুলি এসে আমার মেয়ের বুকে লাগে। আমার মেয়ে মাটিতে লুটিয়ে পড়ে।’
তিনি জানান, গুরুতর আহত অবস্থায় মেয়েকে উদ্ধার করে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. কানন বলেন, ‘হাসপাতালে আনার ৩০ মিনিট আগেই তিনি মারা যান। নিহত তরুণীর বুকে গুলির আঘাতের চিহ্ন ছিল।’
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা পাহাড়ি এলাকায় নিরাপত্তা জোরদার ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।