Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

নোয়াখালীতে বেশি দামে গ্যাস বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান | স্টার নিউজ
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের অতিরিক্ত মূল্য নিয়ন্ত্রণেনোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা ও কেন্দুরবাগ বাজারেভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে শুরু হওয়া এই অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রয় এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে দুই ব্যবসায়ীকে মোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযান চলাকালে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে গ্যাস বিক্রির ভাউচারসহ অপরাধ প্রমাণিত হওয়ায় এবং দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারায় এ জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. লোকমান হোসেন (৫৫), তাকে ২৫ হাজার টাকা এবং আব্দুল হক (৪২), তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দুইটি মামলায় মোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড তাৎক্ষণিক আদায় করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর :