ইসলামী আন্দোলনের জোট ত্যাগ অনাকাঙ্ক্ষিত: আসিফ মাহমুদ
ইসলামী আন্দোলন জোট ত্যাগ করাকে অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসেবে উল্লেখ করে আবারও তাদের ফেরার প্রত্যাশা ব্যক্ত করেছেন এনসিপি মুখপাত্র ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া৷ শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর ঝিগাতলায় নির্বাচনী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
আসিফ মাহমুদ বলেন, 'এনসিপি যোগদানের আগে থেকেই জোটে শরিক ছিলো ইসলামি আন্দোলন৷ এমনটা হবে এনসিপি তা আশা করেনি। দলটির আশা আবারো এই জোটের অংশ হবে ইসলামী আন্দোলন। যদি তারা না করে সেক্ষেত্রে এনসিপির আসন ৩০টা থেকে আরও বাড়ার সম্ভাবনা আছে'।
পোস্টাল ব্যালটে প্রতীক মাঝে থাকায় বিএনপির ভোট কমানোর অভিযোগকে হাস্যকর বলে উল্লেখ করেন তিনি। আসিফ বলেন, 'অনেকে বলছেন পোস্টাল ব্যালট বন্ধ করতে হবে- এটি একটি অশনিসংকেত৷ আমরা প্রবাসীদের ভোটাধিকারের জন্য দীর্ঘদিন লড়াই করেছি'।