Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

যারা নির্বাচনবিরোধী, তারা মুসাব্বির হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে: সালাহউদ্দিন

পান্থপথে মুসাব্বিরের বাসায় সালাহউদ্দিন আহমদ | স্টার নিউজ
যারা নির্বাচনবিরোধী, তারা ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর পান্থপথে মুসাব্বিরের বাসায় তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান সালাহউদ্দিন আহমদ। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘মুসাব্বিরকে যেভাবে হত্যা করা হয়েছে, অনেকটা মনে হয় যেন পরিকল্পিতভাবে হয়েছে। যেটা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুইজনকে শনাক্ত করাও হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমরা মনে করি যারা নির্বাচনবিরোধী, গণতন্ত্রের বিরোধী শক্তি, পতিত ফ্যাসিবাদী শক্তি এবং তাদের দোসররা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমরা দাবি জানিয়েছি যাতে দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।’

সম্পর্কিত খবর :