Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

তারেক রহমান ঢাকায় আসবেন সিলেট হয়ে, ওসমানীতে কঠোর নিরাপত্তা

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান লন্ডন থেকে আসার পথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। তার আগমন ঘিরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সিলেট ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ গণমাধ্যমকে জানান, বিমানের কোনো টিকিট নেই। সব বুকড। আর বিমানবন্দরে সর্ব্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে যাতে কোনো নেতাকর্মী ভিড় না করেন সে ব্যাপারে আগেই জানিয়ে দেওয়া হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ ও বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, বিমানবন্দর সড়ক, টার্মিনাল ভবন ও পার্শ্ববর্তী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। বিমানবন্দর পুলিশ, এভিয়েশন সিকিউরিটি, আরএপিবি ও সাদা পোশাকের গোয়েন্দা সদস্যদের সমন্বয়ে একাধিক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বাড়ানো হয়েছে প্রবেশপথে যানবাহন তল্লাশি, যাত্রীদের পরিচয় যাচাই এবং টার্মিনালের ভেতরে নজরদারি।

এদিকে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে সিলেট থেকে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী রাজধানীতে এসে পৌঁছেছেন। তারা বিমান, ট্রেন, বাস ও নিজস্ব প্রাইভেট যানবাহনে করে ঢাকার পথে রওনা হন। পরিবহণ ও থাকা খাওয়ার সমস্যার কথা ভেবে অনেকেই বুধবার ঢাকায় পৌঁছান।


সম্পর্কিত খবর :