আসিফ মাহমুদের আলোচিত এপিএসের মনোনয়নপত্র বাতিল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আলোচিত এপিএস মোয়াজ্জেম হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তার বিরুদ্ধে মৃত ব্যক্তির স্বাক্ষর জালিয়াতি ও মিথ্যা তথ্য প্রদানের অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও মাগুরার জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ এ সিদ্ধান্তের কথা জানান।
মোয়াজ্জেম হোসেন মাগুরা-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা মো.আব্দুল্লাহ আল মাহমুদ জানান, মাগুরা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এক শতাংশ ভোটারের সমর্থন সংবলিত যে তালিকা দেওয়া হয়, তা থেকে দৈব-চয়নের ভিত্তিতে ১০ জন ভোটারের তথ্য যাচাই করা হয়। যাচাইয়ে দেখা যায়, তালিকাভুক্ত একজন মৃত ব্যক্তি এবং বাকি ৯ জনের স্বাক্ষরই জাল।
এ বিষয়ে মোয়াজ্জেম হোসেন বলেন, 'এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহের কাজটি আমার কর্মীরা করেছেন। এ ক্ষেত্রে কোন ভুলত্রুটি হয়েছে কি না, তা আমি খতিয়ে দেখব। এরপর আপিল করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।'
একইসঙ্গে যাচাই-বাছাই শেষে মাগুরা-১ ও মাগুরা-২ আসন থেকে আরও ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা।
বর্তমানে মাগুরা-১ আসন থেকে আটজন এবং মাগুরা-২ আসন থেকে তিনজন প্রার্থী বৈধ হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে শতশত কোটি টাকার মালিকানা অর্জনের অভিযোগে আলোচিত ছিলেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেম হোসেন ।