জামায়াতের সঙ্গে থাকা ইসলামী দলগুলোকে যে আহ্বান জানাল ইসলামী আন্দোলন
ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেছেন, ‘জামায়াতের সঙ্গে যেসব ইসলামী দল আছে, তাদের প্রতি আমাদের আহবান থাকবে, তারা যেন জামায়াতের কাছে জানতে চায় তারা কোন পদ্ধতিতে দেশ চালাবে।’
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরোনো পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
জোট থেকে বেরিয়ে যাওয়ার কারণ হিসেবে ‘ইনসাফের দিক থেকে বঞ্চিত হওয়া’ এবং ‘ইসলামের আদর্শ থেকে বিচ্যুত হওয়া’র কথা বলেছেন তিনি।