সাদিক কায়েমের নেতৃত্বে সচিবালয়ে প্রতিনিধিদল
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলা ঘটনায় হামলাকারীকে গ্রেপ্তারসহ বেশ কিছু দাবিতে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে প্রতিনিধি দল।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে পুলিশের ব্যারিকেড ভেঙে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে এসে জড়ো হন তারা। দুপুর পৌনে ২টার দিকে ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সচিবালয়ে প্রবেশ করেন। সাক্ষাৎ শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
এর আগে, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে জাতীয় ছাত্রশক্তি। দুপুর পৌনে ১টার দিকে রাস্তায় অবস্থান নেন তারা। এতে সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করেছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
উল্লেখ্য, ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ব্যর্থতা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রোববার রাতে কর্মসূচি ঘোষণা করে ডাকসুসহ কয়েকটি ছাত্রসংগঠন।