Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

গাড়িচাপায় পেট্রোল পাম্পকর্মীকে হত্যার অভিযোগ, যুবদল নেতা আটক

গাড়িতে তেল নেয়ার সময়কার দৃশ্য (সিসিটিভি) | সংগৃহীত
রাজবাড়ীতে তেলের টাকা পরিশোধ না করে চ‌লে যাওয়ার সময় পেট্রল পাম্পের এক কর্মচারীকে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম সুজনের বিরুদ্ধে।

শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন গা‌ড়ির মা‌লিক রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসেম সুজন ও তার গা‌ড়িচালক কামাল হো‌সেন।

নিহত পেট্রোল পাম্পের কর্মচারী নিহত রিপন সাহা (৩২)। তিনি খানখানাপুর ইউনিয়নের চর খানখানাপুর গ্রামের পবিত্র সাহার ছেলে।

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে একটি কালো রঙের পাজেরো জিপে তেল নেওয়ার পর টাকা না দিয়েই গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা ক‌রে। সে সময় রিপন গাড়ির ‌সঙ্গে দৌ‌ড়ে গে‌লে তাকে চাপা দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি খোন্দকার জিয়াউর রহমান আরও জানান, ঘটনার পর শুক্রবার দুপুরে পুলিশ অভিযুক্ত আবুল হাশেম সুজন ও তার গাড়ির চালককে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে এই কর্মকর্তা।

সম্পর্কিত খবর :