হাটহাজারীতে ছুরিকাঘাতে মাইক্রোবাসচালককে হত্যা
চট্টগ্রামের হাটহাজারীতে মাহবুব আলম নামে এক মাইক্রোবাসচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আজিমপাড়া এলাকার বাসিন্দা।
রোববার (১১ জানুয়ারি) ভোররাত ৪টার দিকে হাটহাজারী পৌরসভার কলাবাগান এলাকার এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মাহবুব আলম পেশায় একজন মাইক্রোবাসচালক। তবে পাশাপাশি তিনি ওই এলাকার আলাউল হল নামের একটি ভবনের দেখাশোনা করতেন। ঘটনার দিন ভোররাতে ৩/৪ জন দুর্বৃত্ত কলাবাগান এলাকার গিয়ে মাহবুব আলমের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে তারা মাহবুব আলমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার চেষ্টা করে। পথে তার মৃত্যু হয়।
মাইক্রোবাসচালক নিহতের ঘটনায় সকাল ৮টার দিকে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের হাটহাজারীর কলাবাগান এলাকা অবরোধ করেন স্থানীয়রা। তবে, পুলিশের আশ্বাসে ঘটনাস্থল ত্যাগ করেন তারা।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান স্টার নিউজকে জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ মাঠে কাজ করছে।