গোপালগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
গোপালগঞ্জের কাশিয়ানীতে পূর্ব শত্রুতার জেরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ব্যবসায়ীর নাম মোখলেস মোল্লা (৪০)। তিনি উপজেলার তাড়াইল পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।
বুধবার (৩১ডিসেম্বর) রাতে কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের তাড়াইল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সন্ধ্যায় মোখলেস মোল্লা তাড়াইল বাজার থেকে সাকিব নামের স্থানীয় এক যুবককে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে স্থানীয় নাজির কাজীর মোড় এলাকায় পৌঁছালে ৪/৫ জন দুর্বৃত্ত তাদের মোটরসাইকেলের গতিরোধ করে সাকিব ও মোখলেস মোল্লাকে মারধর করে। এক পর্যায়ে সাকিব পালিয়ে যেতে সক্ষম হলেও দুর্বৃত্তরা মোখলেসকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থলে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মেজ ভাই কেরামত আলী মোল্লা বলেন, সাগর কাজী, মেজবাহ , মফিজ ও রফিজ বিনাদোষে আমার ভাইকে রামদা, চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে ফেলে রেখে যায়। আমার ভাই গরীব মানুষের পক্ষে কথা বলে বিধায় এভাবে কুপিয়ে হত্যা করে। আমার ভাইকে যারা কুপিয়ে মেরেছে আমি তাদের ফাঁসি চাই।
এদিকে, গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এ কে এম সিউল ইসলাম জানান, রাত ৮ টার দিকে মোখলেস মোল্লা নামে এক ব্যক্তিকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে আনা হয়। অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।