শীতার্তদের ৫০০ কম্বল দিলো গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট
গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় পাঁচ শতাধিক কম্বল বিতরণ করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি গোপালগঞ্জ ইউনিট। জেলার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে এসব কম্বল বিতরণ করা হয়।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে গোপালগঞ্জ অফিসার্স ক্লাবের সামনে এ কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
কম্বল বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান। তিনি বলেন, ‘শীত মৌসুমে অসহায় মানুষ সবচেয়ে বেশি কষ্টে থাকে। মানবিক সংগঠন হিসেবে রেড ক্রিসেন্ট যে উদ্যোগ নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। সমাজের বিত্তবানদেরও শীতার্তদের পাশে দাঁড়ানো উচিত।’
বিশেষ অতিথির বক্তব্যে জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মো. আজমল হোসাইন সরদার বলেন, ‘মানবতার সেবাই সবচেয়ে বড় ইবাদত। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সমাজের অসহায় মানুষের জন্য কাজ করতে হবে। রেড ক্রিসেন্ট সোসাইটি দীর্ঘদিন ধরে মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।’
সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির গোপালগঞ্জ ইউনিটের ইউনিট লেভেল অফিসার বিপ্লব কুমার বিশ্বাস। তিনি বলেন, ‘শীত মৌসুমে দরিদ্র মানুষের দুর্ভোগ লাঘবে রেড ক্রিসেন্ট সবসময় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’