নেশার টাকা না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্ণমতি গ্রামের গৃহবধূ লিজা আক্তারকে (২৮) নৃশংসভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী মো. দুলালকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) র্যাব-৭ এর অধিনায়কের পক্ষে বিষয়টি জানিয়েছেন সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন।
তিনি জানান, র্যাব-৭ চট্টগ্রাম ও র্যাব-১১ নারায়ণগঞ্জের যৌথ অভিযানে গত ১৩ জানুয়ারি রাত ১০ টায় বাকলিয়ার বউ বাজার এলাকা থেকে দুলালকে গ্রেপ্তার করা হয়।
নিহত লিজার স্বামী দুলাল পেশায় রাজমিস্ত্রি এবং মাদকাসক্ত ছিল বলে র্যাব জানিয়েছেন। মাদকের টাকা না পেলে সে প্রায়ই স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। তাদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
র্যাব কর্মকর্তা এ. আর. এম. মোজাফফর হোসেন জানান, গত ৭ জানুয়ারি সকাল ১১টার দিকে মাদক কেনার টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে দুলাল তার সন্তানদের সামনে স্ত্রীকে নির্মমভাবে মারধর করে এবং গোপনাঙ্গে বাঁশ দিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় লিজাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় নিহতের মা খোকি আক্তার বাদী হয়ে ৮ জানুয়ারি বুড়িচং থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বুড়িচং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।