ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর মুক্তির দাবিতে মাগুরায় সমাবেশ
ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন বন্ধ এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর মুক্তির দাবিতে মাগুরায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় মাগুরা জেলা প্রেস ক্লাবের সামনে চৌরঙ্গী মোড়ে সমাবেশটি অনুষ্ঠিত হয়। গণতান্ত্রিক যুক্তফ্রন্টের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মাগুরা জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসু।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জাসদ মাগুরা জেলা শাখার সভাপতি এটিএম মহব্বত আলীসহ অন্যরা। বক্তারা ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপ বন্ধ করার আহ্বান জানান এবং প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীর নিঃশর্ত মুক্তির দাবি জানান।
বক্তারা বলেন, সাম্রাজ্যবাদী আগ্রাসন বিশ্বশান্তির জন্য হুমকিস্বরূপ। ভেনেজুয়েলার জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার ভূমিকা রাখতে হবে।