Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

নির্বাচনে আ.লীগকে নিয়ে আসতে আন্তর্জাতিক চাপ নেই: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম | স্টার নিউজ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে নিয়ে আসতে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, 'আসন্ন নির্বাচন এ যাবৎকালের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। সে হিসেবে সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। মূলত এই নির্বাচনের জন্য বিদেশি বন্ধুরাও মুখিয়ে আছেন। তারাও আত্মবিশ্বাসী যে এই সরকারের অধীনে একটি ভালো নির্বাচন হবে। সে জন্য তারা সব ধরনের সমর্থন দিচ্ছেন। এবং এই নির্বাচনে আওয়ামী লীগের লোকজনও তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। কারণ বিগত সাড়ে ১৫ বছরে তারাও ভোট দিতে পারেননি; তাদের হয়ে পুলিশ ভোট দিয়েছে'।

তিনি আরও বলেন, 'নির্বাচনে আওয়ামী লীগকে নিয়ে আসতে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই। কারণ আওয়ামী লীগ যে ধরনের গুম, খুন ও ভয়ানক ডাকাতির রাজ্য কায়েম করেছিল, তা পুরো পৃথিবীর মানুষ জানে। ফলে তাদের হয়ে কেউ এসে বলছে না আওয়ামী লীগকে সুযোগ দেওয়ার জন্য। বরং আওয়ামী লীগ অনুতপ্ত হয়ে ক্ষমা না চেয়ে সেই সুযোগও রাখেনি'।

এছাড়াও নির্বাচন বানচাল করার মতো সাধ্য কোনো অপশক্তির নেই জানিয়ে তিনি বলেন, 'আওয়ামী লীগ কী করতে পারে তা সবারই জানা। তারা কেবল জ্বালাও-পোড়াও ও মানুষ হত্যা করতে পারে। এর বাইরে তারা আর কিছুই করতে পারে না। তাদের মিছিলে এখন কেউ যায় না। মূলত যারা ডলার নিয়ে পালিয়েছেন, তারা জানেন তাদের নেত্রী আর ফিরে আসবেন না। সে জন্য তারা ডলার অন্য খাতে ব্যয় করছে'।

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, সাবেক সহসভাপতি মফিজুর রহমান লিমন প্রমুখ।

সম্পর্কিত খবর :