সিলেটে মাজার জিয়ারত করলেন মির্জা ফখরুল
সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাজার জিয়ারত করেন। এসময় তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়া ও দেশ ও জাতির জন্য মোনাজাত করেন।
জিয়ারত শেষে তিনি মাজার এলাকা ত্যাগ করেন। তবে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নি তিনি। তবে সন্ধ্যা সাতটার দিকে নগরীর একটি অভিজাত হোটেলে সিলেটের কর্মরত সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলবেন তিনি।
এর আগে বিকেলে ইউএস বাংলার একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। রাতেই তার ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।