Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় বীমা কর্মকর্তার মৃত্যু

প্রতীকী ছবি | সংগৃহীত
নোয়াখালীর কবিরহাটে সড়ক দুর্ঘটনায় বিপ্লব চন্দ্র শীল (৩৮) নামের এক বীমা কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় পলাশ চন্দ্র শীল (৩৫) নামের আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।

​সোমবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কবিরহাট-বসুরহাট সড়কের ‘গলাকাটা’ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

​নিহত বিপ্লব চন্দ্র শীল কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের শাহজিরহাট গ্রামের অর্জুন চন্দ্র শীলের ছেলে। তিনি মেটলাইফ ইন্স্যুরেন্সের বসুরহাট শাখার কর্মকর্তা ছিলেন। আহত পলাশ চন্দ্র শীল চট্টগ্রামের মিরসরাই উপজেলার রাজাপুর গ্রামের মন্টু চন্দ্র শীলের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বিপ্লব ও পলাশ মোটরসাইকেলযোগে কবিরহাট থেকে বসুরহাট যাচ্ছিলেন। পথে গলাকাটা এলাকায় একটি অটোরিকশাকে জায়গা দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহীই ছিটকে পড়ে গুরুতর আহত হন।

​স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিপ্লব চন্দ্র শীলের মৃত্যু হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোটরসাইকেল আরোহী একজন হাসপাতালে মারা গেছেন এবং অন্যজনের চিকিৎসা চলছে। ঘাতক কাভার্ডভ্যানটি পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

সম্পর্কিত খবর :