টেলিফোনে ইরান-ইসরায়েলের নেতাদের সঙ্গে কথা বললেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইসরায়েল ও ইরানের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন বলে জানিয়েছে ক্রেমলিন। তিনি ইরান ও ইসরাইলের মধ্যে ‘উত্তেজনা প্রশমনে’ মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) রুশ প্রেসিডেন্ট তাদের ফোন করেন বলে নিশ্চিত করেছে ক্রেমলিন। মস্কো থেকে করা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে জানিয়েছেন, প্রেসিডেন্ট পুতিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং ইরান ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। এছাড়াও তিনি ইরানের প্রেসিডেন্টের সঙ্গেও কথা বলেছেন। তার ফলাফল খুব শিগগিরই জানানো হবে।
গত জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় নজিরবিহীন হামলা চালায়। যুক্তরাষ্ট্রও এ হামলায় যোগ দেয় এবং ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় আঘাত হানে।
শুক্রবার রাশিয়া ঘোষণা করেছে, পুতিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে যোগাযোগ করেছেন। দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে উত্তেজনা প্রশমনের প্রচেষ্টায় তিনি মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং প্রেসিডেন্ট উত্তেজনা প্রশমনে তার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।’
রাশিয়া ইরানের ঘনিষ্ঠ মিত্র। একইসঙ্গে ইসরায়েলের সঙ্গেও ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে, যদিও ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের সমালোচনার কারণে সম্পর্ক কিছুটা তিক্ত হয়েছে।