যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি
ইরানে বিক্ষোভে নিহত ৫০০ ছাড়াল
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি। সংস্থাটির তথ্য অনুযায়ী, চলমান সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ৫৪৪ জনের মৃত্যু হয়েছে।
এর আগে শনিবার পর্যন্ত নিহতের সংখ্যা ছিল ১১৬। তবে রোববার প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এই সংখ্যা হঠাৎ করেই কয়েকগুণ বেড়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, অতিরিক্ত ৫৭৯ জনের মৃত্যুর খবর তারা পেয়েছে, যেগুলো এখনো যাচাই-বাছাইয়ের আওতায় রয়েছে। এসব তথ্য নিশ্চিত হলে মোট নিহতের সংখ্যা দাঁড়াবে ১ হাজার ১২৩ জনে।
স্কাই নিউজ সূত্রে জানা গেছে, ইরানজুড়ে এখনো যোগাযোগ ব্যবস্থা কার্যত বন্ধ থাকায় প্রকৃত পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে। দেশটির ৩১টি প্রদেশেই এই ব্ল্যাকআউট কার্যকর রয়েছে।
গত ডিসেম্বরের শেষদিকে দেশটির মুদ্রা রিয়ালের ব্যাপক মূল্যপতনের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়, যা বর্তমানে তৃতীয় সপ্তাহে গড়িয়েছে।
এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইরানের ক্রমবর্ধমান অস্থিরতা মোকাবিলায় যুক্তরাষ্ট্র ‘কঠোর বিকল্প’ বিবেচনা করছে।’