Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

মরক্কোয় আকস্মিক বন্যা: নিহতের সংখ্যা বেড়ে ৩৭

ছবি: সংগৃহীত

মরক্কোর আটলান্টিক উপকূলীয় প্রদেশ সাফিতে টানা ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে সোমবার এই তথ্য জানিয়েছে রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এসএনআরটি নিউজ।

প্রতিবেদনে বলা হয়, রোববার হঠাৎ শুরু হওয়া প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় আহত অন্তত ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, কাদা মেশানো প্রবল স্রোতে সাফি শহরের রাস্তায় গাড়ি ও ময়লার বিন ভেসে যাচ্ছে। রাজধানী রাবাত থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত শহরটির ঐতিহাসিক পুরোনো অংশে মাত্র এক ঘণ্টার ভারী বৃষ্টিতেই অন্তত ৭০টি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে যায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে সাফি গভর্নরেট জানায়, এখনো অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো নিরাপদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সহায়তা প্রদান করা হচ্ছে।

সম্পর্কিত খবর :