Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

ভেনেজুয়েলায় ট্রাম্পের হামলা, যা বললেন মামদানি

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি | ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় মার্কিন হামলাকে যুদ্ধ ও আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি।

এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলার সিদ্ধান্তের সমালোচনা করে তিনি লিখেছেন,একতরফাভাবে কোন সার্বভৌম রাষ্ট্রের ওপর আক্রমণ যুদ্ধের মতো কাজ। এটি ফেডারেল ও আন্তর্জাতিক আইনেরও লঙ্ঘন। শাসক পরিবর্তনের এ স্পষ্ট চেষ্টা কেবল বিদেশে বসবাসকারীদেরই প্রভাবিত করে না বরং, এটি সরাসরি নিউইয়র্কবাসীর ওপরও প্রভাব ফেলে। যাদের মধ্যে এমন হাজারো বাসিন্দাও রয়েছেন, যারা এই শহরকে নিজের দেশ বলে মনে করেন।

এদিকে, ভেনেজুয়েলায় সামরিক অভিযান এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রে ধরে নিয়ে যাওয়ার প্রক্ষাপটে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সোমবার বৈঠকটি হওয়ার কথা রয়েছে।

এর আগে মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন,ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর পদক্ষেপ একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে।

উল্লেখ্য, ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে বন্দি করে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। বন্দির পর তাদেরকে নিউ ইয়র্কে নেওয়া হয়। শনিবার মাদুরো ও তার স্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি নিউ ইয়র্ক সিটি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বিমানঘাঁটিতে অবতরণ করে।

তাদেরকে প্রথমে হেলিকপ্টারে করে ম্যানহাটনের ওয়েস্টসাইড হেলিপোর্টে নেওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় মাদক নিয়ন্ত্রণ সংস্থার (ডিইএ) কার্যালয়ে। সেখানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মাদুরো ও তার স্ত্রীকে ব্রুকলিনের বন্দিশিবিরে পাঠানো হয়।

তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগ আনা হয়েছে। যদিও আগে থেকেই এমন অভিযোগ অস্বীকার করে আসছেন মাদুরো।

সম্পর্কিত খবর :