ট্রাম্পকে নোবেল উপহার দিয়ে মাচাদো পেলেন গিফট ব্যাগ!
শান্তিতে নোবেল জয়ী ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো বলেছিলেন তিনি তার নোবেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে চান। সেই অনুযায়ী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গিয়েছিলেন হোয়াইট হাইজে ট্রাম্পের সঙ্গে দেখা করতে। ভেবেছিলেন, পাবেন রাজনৈতিক সমর্থন। তবে প্রকাশ্যে কোনো সমর্থন না পেলেও একেবারে নিরাশ করেনি মার্কিন প্রেসিডেণ্ট!
ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ শেষে যখন হোয়াইট হাউজ ছেড়ে বের হচ্ছিলেন, তখন মাচাদোর হাতে দেখা গেছে ট্রাম্প লোগো যুক্ত একটি গিফট বাগ। এ দৃশ্য রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
এদিকে গত বছর নোবেল শান্তি পুরস্কার জেতেন মাচাদো। ওই সময় তিনি ভেনেজুয়েলাতেই ছিলেন। এ পুরস্কার নিতে সাগরপথ পাড়ি দিয়ে নরওয়ের রাজধানী অসলোতে পৌঁছেছিলেন তিনি।
এ নোবেল পাওয়ার জন্য প্রকাশ্যে নিজের আগ্রহের কথা জানিয়েছিলেন ট্রাম্প। কিন্তু তাকে না দিয়ে নোবেল দেওয়া হয় মাচাদোকে। এই পুরস্কার আবার মাচাদো তুলে দিয়েছেন ট্রাম্পকে। কিন্তু নোবেল কমিটি স্পষ্ট করেছে— যাকে পুরস্কারটি দেওয়া হয়েছে তিনিই নোবেলজয়ী হিসেবে বিবেচিত হবেন।