দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে বন্দুক হামলা, ৯ জনের মৃত্যু
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের পশ্চিমে বেকারসডাল টাউনশিপে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত ৯ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রোববার ভোরের দিকে একটি ট্যাভার্নকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত প্রায় ১টার একটু আগে অন্তত ১০ জন সশস্ত্র ব্যক্তি হামলা চালায়। তারা ট্যাভার্ন ও আশপাশের রাস্তায় থাকা মানুষদের এলোপাতাড়ি গুলি করে। এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন এবং আরও অনেকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন।
হামলার সঙ্গে জড়িতদের ধরতে বর্তমানে ব্যাপক অভিযান চালানো হচ্ছে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
চলতি মাসের শুরুতেই রাজধানীর কাছে প্রিটোরিয়া শহরের উপকণ্ঠে একটি বারে বন্দুকধারীদের হামলায় তিন বছরের এক শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছিলেন। ওই ঘটনাটিও দেশজুড়ে ব্যাপক আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি করে।