Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

সামরিক শাসনের মধ্যেই মিয়ানমারে নির্বাচন

সংগৃহীত
২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর প্রথমবারের মতো সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে মিয়ানমারে। ওই অভ্যুত্থানের মাধ্যমে নোবেলজয়ী নেত্রী অং সান সুচি–এর গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী।

রোববার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত এই নির্বাচন কঠোর নিয়ন্ত্রণের মধ্যে হচ্ছে। দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারের মোট ৩৩০টি টাউনশিপের মাত্র এক–তৃতীয়াংশ এলাকায় ভোটগ্রহণ সম্ভব হয়েছে। সেনাবাহিনী ও বিভিন্ন বিরোধী গোষ্ঠীর মধ্যে চলমান তীব্র গৃহযুদ্ধের কারণে দেশের বিশাল অংশ এখনো ভোটের আওতার বাইরে রয়ে গেছে।

প্রথম ধাপের পর আগামী ১১ জানুয়ারি ও ২৫ জানুয়ারি আরও দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণে ৬৫টি টাউনশিপে পুরোপুরি ভোট বাতিল করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক টনি চেং জানিয়েছেন, এই পরিস্থিতির ফলে অন্তত ২০ শতাংশ নাগরিক বর্তমানে ভোটাধিকার থেকে বঞ্চিত। তার ভাষায়, শহরাঞ্চলে ভোটার উপস্থিতি কতটা হবে-এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

গৃহযুদ্ধ, সীমিত অংশগ্রহণ ও ভোট বাতিলের ঘটনায় এই নির্বাচন নিয়ে দেশ–বিদেশে ব্যাপক বিতর্ক ও উদ্বেগ তৈরি হয়েছে।

সম্পর্কিত খবর :