Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

সতর্ক অবস্থানে ইসরায়েল

রাজধানী তেহরানে ইরানিদের বিক্ষোভ | ছবি: রয়টার্স
ইরানে সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ চলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের সম্ভাবনার মধ্যে উচ্চ সতর্ক অবস্থায় আছে ইসরায়েল। এ বিষয়ে ধারণা আছে এমন তিনজন ইসরায়েলি সূত্র রয়টার্সকে এমনটি জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিনে বারবার ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে বল প্রয়োগ না করতে ইরানের শাসকদের সতর্ক করেছেন।

শনিবার (১০ জানুয়ারি) ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র সহায়তার জন্য প্রস্তুত রয়েছে।’

এদিকে, সরকাররবিরোধী বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে ইরান। দেশটির রেভল্যুশনারি গার্ড বাহিনী শনিবার এক বিবৃতিতে বলেছে, তারা সরকারি সম্পদ ও জননিরাপত্তা রক্ষার অঙ্গীকার করেছে।

ইসরায়েলি একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, শনিবার এক ফোন কলে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ইরানে সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে আলোচনা করেছেন।

সম্পর্কিত খবর :