পাকিস্তানে বিয়ে বাড়িতে বিস্ফোরণ, বর–কনেসহ নিহত অন্তত ৮
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি বিয়ে বাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণেই এমনটা হয়েছে বলে দেশটির সংবাদ সূত্রে জানা গেছে। এ ঘটনায় বর–কনেসহ অন্তত আটজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও সাতজন।
রোববার (১১ জানুয়ারি) স্থানীয় সময় ভোরে রাজধানীর একটি আবাসিক এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ইসলামাবাদ পুলিশের তথ্যমতে, বিয়ের সংবর্ধনা শেষ হওয়ার পর অতিথিরা তখন বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এরপর হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির একটি অংশ ধসে পড়ে।
পুলিশ জানায়, ঘটনাস্থলটি শহরের কেন্দ্রস্থলের একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা। বিস্ফোরণের ফলে আশপাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে দ্রুত উদ্ধারকাজ শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস।
সরকারি প্রশাসক সাহিবজাদা ইউসুফ বলেন, 'রোববার ভোরেই বিস্ফোরণের খবর পেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে'।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, পাকিস্তানের অনেক এলাকায় প্রাকৃতিক গ্যাসের চাপ কম থাকায় বহু পরিবার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের ওপর নির্ভরশীল। অতীতে গ্যাস লিক ও সিলিন্ডার বিস্ফোরণের কারণে সেখানে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনার ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।