২০২৭ সালের প্রতিরক্ষা বাজেট দেড় ট্রিলিয়ন ডলার করার প্রস্তাব ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৭ সালের জন্য সামরিক ব্যয় প্রায় ১.৫ ট্রিলিয়ন ডলার করার প্রস্তাব দিয়েছেন। বর্তমান সময়কে তিনি ‘সংকটপূর্ণ ও বিপজ্জনক’ বলে অভিহিত করেছেন। এই বাজেট ২০২৬ সালের ৯০১ বিলিয়ন ডলার থেকে উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে।
ট্রাম্পের এই প্রস্তাব বর্তমান বাজেট থেকে অনেক বেশি। ট্রাম্প প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির কারণ হিসেবে বিশ্বব্যাপী নিরাপত্তা ঝুঁকি, সামরিক গতিশীলতা এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে সামরিক অভিযান মতো ঘটনাগুলোকে উল্লেখ করেছেন।
ট্রাম্প দাবি করেছেন এই ব্যয় বাড়ানো হলে “ড্রিম মিলিটারি” গড়ে তোলা যাবে, যা যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখবে। এছাড়া তিনি গ্রিনল্যান্ড দখল এবং কলম্বিয়ায় প্রয়োজন হলে সামরিক পদক্ষেপ নেওয়ার কথাও বলেছেন।