ভেনেজুয়েলার তেল রপ্তানিতে কড়া পদক্ষেপ ট্রাম্পের
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় যাতায়াতকারী যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাভুক্ত সব তেল ট্যাংকারের ওপর “সম্পূর্ণ ও সর্বাত্মক” অবরোধের নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘দক্ষিণ আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় নৌবহর দিয়ে ভেনেজুয়েলাকে সম্পূর্ণভাবে ঘিরে ফেলা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের সম্পদ চুরি করা এবং সন্ত্রাসবাদ, মাদক পাচার ও মানব পাচারসহ আরও বহু কারণে ভেনেজুয়েলার শাসকগোষ্ঠীকে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে।’
ট্রাম্প বলেন, ‘সুতরাং আজ আমি ভেনেজুয়েলায় প্রবেশকারী ও ভেনেজুয়েলা থেকে বেরিয়ে যাওয়া সব নিষেধাজ্ঞাভুক্ত তেল ট্যাংকারের ওপর সম্পূর্ণ ও সর্বাত্মক অবরোধের নির্দেশ দিচ্ছি।’
ঘোষিত এই অবরোধের প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলা সরকার একটি বিবৃতি দিয়ে ট্রাম্পের এই পদক্ষেপকে “বীভৎস হুমকি” বলে প্রত্যাখ্যান করেছে।
বিবৃতিতে বলা হয়, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সম্পূর্ণ অযৌক্তিকভাবে ভেনেজুয়েলার ওপর একটি তথাকথিত নৌ অবরোধ আরোপ করতে চান, যার উদ্দেশ্য আমাদের মাতৃভূমির সম্পদ লুট করা।’